Homeসাহিত্যহারিয়ে গেছি - কাজী জুবেরী মোস্তাক এর কবিতা

হারিয়ে গেছি – কাজী জুবেরী মোস্তাক এর কবিতা

হারিয়ে গেছি // কাজী জুবেরী মোস্তাক
আমি হারিয়ে ফেলেছি নিজেকে ;
হারিয়ে গেছি রং মাখা এই শহরের উঠোন থেকে
গ্রামের মেঠোপথেও হন্যে হয়ে খুঁজেছি নিজেকে ;
মুখোশের এই মিছিলে হারিয়ে ফেলেছি নিজেকে ।
আমি হারিয়ে গেছি নিজের থেকে ;
চায়ের আড্ডা গানের আসরেও পাইনা নিজেকে
আমি হারিয়ে গেছি এই আমিত্বটার মাঝে থেকে ;
মুখোশের ভীরে আজ আমি হারিয়েছি নিজেকে।
আমি হারিয়ে যাচ্ছি ব্রহ্মাণ্ড থেকে ;
মনুষত্ব্যহীন ব্রহ্মাণ্ডে বড় অচেনা লাগে নিজেকে
আমি হারিয়ে ফেলেছি আমার নিজস্ব সত্বাটাকে ;
অমানুষ এর ভীড়ে মনুষ্যত্বও হারিয়েছি আজকে ।
আমি হারিয়ে যাচ্ছি মানুষের থেকে ;
মাথা নিচু করে চলে চলে শিঁড়দ্বারা গেছে বেঁকে
তবু আমি দৃঢ় প্রত্যয়ী ঘুরে দাঁড়াবো আজ থেকে ;
মুখোশের মিছিলে মানুষ করে তুলবো নিজেকে ।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments