Homeসাহিত্যভেলা - জাহিদ জগৎ এর কবিতা

ভেলা – জাহিদ জগৎ এর কবিতা

কবি জাহিদ জগৎ এর কবিতা

ভেলা

দুঃখ করো না মা,
মানুষ এখন আর মানুষ খায় না। খায় অভাব
রাত শেষে ঝরা বৃষ্টির মতো
বর্ষায় ঝরে পড়ে কদম ফুল
এখানে প্রচন্ড ঝড় সকলের বুকের ভেতর
মানুষের যেখানে যাবার কথা
তারা আজও সেখানেই আছে
দূরদেশ ক্লান্ত যুদ্ধের আগুনে বেড়ে উঠছে জিঙে লতা
ভূমিতে চাপ চাপ দূর্বা আর অতীতের সমস্ত রক্তের ঋণ
সমুদ্রে ডানা মেলে উঠে এসেছে মেঘ
গরম চা’য়ের ধোঁয়া আর উত্তরের বরফ
আমরা জমিয়ে রেখেছি ঘরে
অভাবের দিনে যদি ডুবে যায় পথ
যদি ফুরিয়ে যায় গোলার ধান
ডোলের শস্য দানা আর প্রসূতি মায়ের দুধ
আমরা হাহাকার চিবিয়ে খাবো
পালা বদল করে আমরা লাশের ভেলা বেয়ে এসেছি
আমরা এসেছি অতীতের দামামা হতে
বন্ধুর পথে আমরা যাদের ফেলে এসেছি
তারা সকলেই জেগে আছে
এই মধ্যরাতে, মা হারা- বাপ হারা-
অক্লান্ত আগুনের পাশে
অসমাপ্ত সব পাণ্ডুলিপি নিয়ে
আমরা যেখানে যাবো,
সেখানে অতীতের কেউ পৌঁছাতে পারে নি
মিথ্যে এবং সত্যের মাঝ বরাবর
মা দুঃখ করো না, মানুষ এখনো কোথাও যায় নি
যেখানে সে যেতে চায় মানুষের ভেলা বেয়ে
আর আমরা সকলেই
তোমার দুঃখ’কে বয়ে নিয়ে যাবো অতিদূর
মানুষ ছেড়ে অন্য কোন লোকে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments