Homeজেলাজুড়েবড়াইগ্রামে কঠোর স্বাস্থ্যবিধি মেনে বসবে পশুর হাট

বড়াইগ্রামে কঠোর স্বাস্থ্যবিধি মেনে বসবে পশুর হাট

বড়াইগ্রাম, নাটোর নিউজ: আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে কোরবানির পশুর হাট বসবে বলে জানিয়েছেন নাটোরের বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম।আজ(১৩ জুন)দুপুরে উপজেলার জোনাইলে পশুর হাট ব্যবস্থাপনা সরেজমিনে পরিদর্শনে এসে তিনি এই কথা বলেন।

পশুর হাটে সকল প্রকার স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনেই পশু ক্রয় বিক্রয় করা হবে। কেউ যেন মাক্স ছাড়া ও স্বাস্থ্যবিধি অমান্য করে পশুর হাটে প্রবেশ না করেন সে দিকে কড়া নজরদারি করা হবে। এ সময় উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী, জোনাইল ইউনিয়নের চেয়ারম্যান তোজাম্মেল হক সহ সেনাবাহিনী, পুলিশ ও আনছার বাহিনির সদস্যরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম আরো বলেন, ‘ঈদুল আজহা মুসলিমদের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান। ঈদকে সুন্দরভাবে উদযাপনের জন্য সুনির্দিষ্ট ও স্বীকৃত জায়গাতে পশুর হাট বসবে।তবে তা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে পরিচালনা করা হবে।স্বাস্থ্যবিধি অমান্য করা হলে হাট বন্ধ করে দেওয়া হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments