Homeজেলাজুড়েগুরুদাসপুরগুরুদাসপুরে কৃষকের বাড়ি থেকে দুইটি মহিষ চুরি

গুরুদাসপুরে কৃষকের বাড়ি থেকে দুইটি মহিষ চুরি

গুরুদাসপুর নাটোর নিউজ : নাটোরের গুরুদাসপুরে কৃষকের বাড়ি থেকে দুইটি মহিষ চুরি হয়েছে। গত ১৪ জুলাই রাত্রি আনুমানিক ৩টার সময় ঘটনাটি ঘটেছে উপজেলার নাজিরপুর ইউনিয়নের বেড়গঙ্গারামপুর গ্রামে। ক্ষতিগ্রস্থ কৃষক ওই এলাকার মৃত-জাছের মন্ডলের ছেলে কালাম মন্ডল।

এ ঘটনায় গুরুদাসপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।
ক্ষতিগ্রস্থ কৃষক কালাম মন্ডল জানান, নিজের শেষ সম্বল বলতে ছিলো দুইটি মহিষ। গত ২ বছর যাবৎ তিনি ওই দুইটি মহিষ লালন পালন করছিলেন। আশা ছিলো এবারের কোরবানীর হাটে মহিষ বিক্রি করে সংসারে স্বচ্ছলতা ফিরিয়ে নিয়ে আসবে। কিন্তু নিজ বাড়ির গোয়াল ঘরে মহিষ দুটি বেঁধে রেখে রাতে ঘুমাতে যায় তিনি ও তার পরিবারের লোকজন। ভোর রাতে হঠাৎ গাড়ির শব্দ পান তিনি।

ঘুম থেকে উঠে মহিষের ঘরে গিয়ে দেখেন মহিষ নেই। একটু এগিয়ে রাস্তার দিকে গিয়ে দেখেন কয়েকজন ব্যক্তি ট্রাকে করে তার মহিষ নিয়ে চলে যাচ্ছেন। অনেক চিৎকার চেচামেচি করে আশপাশের লোকজন বেরিয়ে এসে ট্রাকটিকে ধরার চেষ্টা করলেও সেটা আর ধরা যায়নি। মহিষ দুইটির আনুমানিক বাজার মুল্য হবে ২ লাখ ৫০ হাজার টাকা।

মহিষ দুইটির বিবরণ দিয়ে তিনি আরো জানান, তার মহিষের গায়ের রং-কালো,শিং-দুইটি মাঝারী,দাঁত চারটি,লেজের গোফ কালো,অপর মহিষের গায়ের রং কালো,শিং দুইটি মাঝারী,দাতে নাই,লেজের গোফ কালো।

এ বিষয়ে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক জানান, অভিযোগ পেয়েছি। মহিষ দুইটি উদ্ধারের তৎপরতা চলছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments