Homeজেলাজুড়েলালপুরে পদ্মার পানি বৃদ্ধিতে পাঁচ শতাধিক পরিবার পানিবন্দি

লালপুরে পদ্মার পানি বৃদ্ধিতে পাঁচ শতাধিক পরিবার পানিবন্দি

লালপুর, নাটোর নিউজ:
লালপুরে পদ্মায় পানি বৃদ্ধিতে প্রায় পাঁচশত পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। নদী চরাঞ্চলের প্রায় আটশ একর জমির ফসল পানিতে তলিয়ে গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন যাবত পদ্মা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বিলমাড়ীয়া ইউনিয়নের নওশারা সুলতানপুর, চাকলা বিনোদপুর, দিয়াড় শংকরপুর, আরাজি বাকনাই, রসুলপুর ও মোহরকয়ার আংশিক এলাকা পানিতে ডুবে গেছে। এতে প্রায় পাঁচশত পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। প্রায় আটশ একর জমির সবজিসহ উঠতি ফসল ডুবে গেছে।

মোহরকয়া গ্রামের রফিকুল ইসলাম জানান, তার ৩ বিঘা জমিতে মুলা, ঝিঙে ও কুমড়া আবাদ তলিয়ে গেছে।

দিয়াড় শংকরপুরের মোস্তাফিজুর রহমান জানান, তার পুঁই শাক, কুমড়াসহ সাড়ে ৪ বিঘা জমির ফসল ডুবে গেছে। এছাড়াও আমার বাড়ির উঠানে পানি।

বিলমাড়ীয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সদস্য আনোয়ার হোসেন জানান, আমার ওয়ার্ডের আড়াইশ বাড়ির মধ্যে পানি। এছাড়াও আখ, ধনচে, ধান ডুবে গেছে।

একই ইউনিয়নের ২ নং ওয়ার্ড সদস্য আহাদ আলী বলেন, আমার ওয়ার্ডের বাড়ি ঘর ও ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে। নদীর পানি বৃদ্ধির কারণে প্রায় তিনশ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।

বিলমাড়ীয়া ব্লকের দায়িত্বে নিয়োজিত উপ-সহকারী কৃষি কর্মকর্তা শহীদুজ্জামান বলেন, কুমড়া, মুলা সহ বেশকিছু সবজির ক্ষেতের ক্ষতি হচ্ছে। আমরা এসব এলাকার খোঁজ খবর রাখছি।

বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান মিন্টু বলেন, ইতোমধ্যে এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করা হয়েছে।

লালপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত ) শাম্মী আক্তার জানান, স্থানীয় চেয়ারম্যান বিষয়টি অবগত করেছেন। খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments