Homeসাহিত্যডন শিকদার এর অনুগল্প ' লাল ফিতা '

ডন শিকদার এর অনুগল্প ‘ লাল ফিতা ‘

ডন শিকদার এর অনুগল্প ‘ লাল ফিতা ‘

লাল ফিতা
ডন শিকদার

রিক্তা প্রতিদিনের মত ক্লাস শেষে বাসায় ফিরছে। শাহবাগ থেকে বাসে করে নতুন বাজার যেতে আসতেই তার প্রতিদিন অনেক সময় নষ্ট হয়। কিন্তু কিছু করার নেই। তার বাবা মা তাকে কিছুতেই হলে বা মেসে থাকতে দেবেন না। রিক্তাকে তাই প্রতিদিন বাসে বেশ কিছু সময় কাটাতে হয়। সেই সময়ে সে কখনো বই পড়ে, কখনো এটা সেটা খায়, আবার কখনো ঘুমিয়েও পড়ে। আজ সে মহিলা সিটে কোন জায়গা পায়নি। ফার্মগেট এসে বাসের মাঝামাঝি এক সিটে মধ্যবয়সী এক নারীর পাশে বসে।
বেশকিছু সময় পরে হঠাৎ মহিলাটি রিক্তার কানের কাছে ফিসফিস করে কিছু একটা বলে। রিক্তা লক্ষ্য করে দুই সিট পরে এক স্কুল পড়ুয়া ছেলে দাড়িয়ে আছে, সে একদৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। এবার সে মহিলার কথামত খেয়াল করে দেখে তার কামিজের বাম কাঁধের পাশ দিয়ে ব্রার ফিতা বেড়িয়ে আছে। সে ভেবে পায় না, বাঙালি জাতি কেন ব্রা’কে একটা নিষিদ্ধ বস্তুতে পরিণত করেছে। আর স্বভাবতই নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আগ্রহটা বেশি থাকে। পুরুষদের জাঙ্গিয়া পুরুষরা যেখানে সেখানে ফেলে রাখে, ছাদে-বারান্দায় নিরদ্বিধায় ধুয়ে শুকাতে দেয়। অথচ মেয়েদের ব্রা শুকানোর জন্য ঘরের কোণ, শাড়ি-কামিজের নিচে রেখে শুকোতে হয়। কবে যে এদেশের মানুষের চিন্তা চেতনা পরিবর্তন হবে!
রিক্তা কামিজ ঠিক করে নেয় আর ভাবে, যতদিন বাঙালি পুরুষরা ব্রার ফিতা দেখে সময় নষ্ট করবে, ততদিন এই জাতির উন্নতি হবেনা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments