Homeজেলাজুড়েনাটোরে ৪ হাত ৩ পা ও ২ মাথার অদ্ভূত শিশুর জন্ম

নাটোরে ৪ হাত ৩ পা ও ২ মাথার অদ্ভূত শিশুর জন্ম

নাটোরে ৪ হাত ৩ পা ও ২ মাথার অদ্ভূত শিশুর জন্ম

লালপুর, নাটরে নিউজ:
নাটোরের লালপুরে তিন পা, চার হাত ও দুই মাথাবিশিষ্ট নবজাতকের জন্ম দিয়েছেন আছিয়া বেগম নামে এক গৃহবধূ। গতকাল শনিবার রাতে পাবনার ঈশ্বরদী উপজেলা শহরের একটি বেসরকারি হাসপাতালে ওই শিশুর জন্ম হয়। আছিয়া লালপুর উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামের রবি হোসেনের স্ত্রী।

ওই অদ্ভূত শিশুর পিতা রবি হোসেন ও স্থানীয়রা জানান, ঈশ্বরদীর আলো জেনারেল হাসপাতালে তিন পা, চার হাত ও দুই মাথা নিয়ে রবির তৃতীয় সন্তান জন্ম নেয়। শিশুটি অচেতন অবস্থায় জন্ম নেয় এবং জন্মের কয়েক ঘন্টার মধ্যেই শিশুটি মারা যায় বলে জানান চিকিৎসক।

আলো জেনারেল হাসপাতালের আবাসিক ডাক্তার মাসুমা আনজুম জানান, নির্ধারিত সময়ের ৫০ দিন আগেই অস্বাভাবিক আকৃতির একটি শিশুর জন্ম হয়েছে। শিশুটির তিন পা, চার হাত ও দুই মাথা রয়েছে। জন্মের কয়েক ঘন্টার মধ্যেই শিশুটি মৃত্যুবরণ করে তবে তার মা সুস্থ আছেন।

বিশেষ দ্রষ্টব্য: – নিউজে প্রদর্শিত ছবিটি নমুনা ফাইল ছবি। 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments