Homeজেলাজুড়েসিংড়ায় ভোটের ডামাডোলের ভেতরেও এক রাতে ৪ গরু চুরি

সিংড়ায় ভোটের ডামাডোলের ভেতরেও এক রাতে ৪ গরু চুরি

সিংড়া, নাটোর নিউজ: ভোটের ডামাডোলের মধ্যে ও সিংড়ায় ৩ নং ইটালী ইউনিয়নের পাকুড়িয়া দক্ষিন পাড়ায় এক রাতে ৪টি গরু চুরি ও ১ টি খড়ের পালা পড়ানোর ঘটনা ঘটেছে। গত ২৩/১২/২১ ইং(বৃহস্পতিবার) গভীর রাতে এ চুরির ঘটনা ঘটে। চুরি হওয়া গরুগুলোর মূল্য প্রায় ৩ লাখ টাকা বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রাতে ঘুমোতে যাওয়ার আগে গরুগুলোকে গোয়ালঘরে বেঁধে রেখে যান দক্ষিণপাড়ার কৃষক কামালের স্ত্রী আছিয়া বেগমের ১টি গরু ও পাশের বাড়ির ভ্যান চালক কামালে স্ত্রী আকলিমা বেগমের ৩ টি গরু । ফজর নামাজের সময় গরুগুলোকে খেতে দিতে গেলে তাঁরা দেখেন গোয়ালঘরে গরু নেই। একই পাড়ায় গভীর রাতে আব্দুল মজিদ এর ১ টি খড়ের পালায় আগুন দেওয়া ঘটনা ঘটে।

এ বিষয়ে ভুক্তভোগী কৃষক কামাল হোসেন বলেন, গতকাল রাতে চোরেরা আমার গোয়ালঘরে রাখা একটি ষাড় য়ার মূল্য প্রায় ১ লাখ টাকা। গরুটি হারিয়ে আমি নিঃস্ব হয়েছি ।’ আরেক ভুক্তভোগী আকলিমা বলেন, গতকাল ঘুমোতে যাওয়ার আগে গরু ৩টি গোয়ালেই বাধা ছিল। ফজরের নামাজের সময় উঠে দেখি গোয়ালঘরের তালা ভাঙা। গোয়ালঘরে রাখা আমার ২টি বকনা ও ১টি ষাড় চুরি হয়ে গেছে। চুরি যাওয়া গরু দুটির মূল্য প্রায় ২ লাখ টাকা। আশপাশের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও গরু না পেয়ে ঘটনাটি সিংড়া থানার পুলিশকে জানানো হয়। এ বিষয়ে সিংড়া থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments