Homeসাহিত্যমনোবল - আগমণী ধর এর কবিতা

মনোবল – আগমণী ধর এর কবিতা

মনোবল
“”””””””””””/আগমণী ধর

অক্ষত থাকেনা কভু আত্মমর্যাদা
যতটা নিঁখাদ ততটাই গায়ে লাগে কাদা।
রক্ষক হয়না কেউ ই
ভক্ষক প্রতি জনজন
আত্মশুদ্ধি রক্ষাকবচ বলেই
হয় অহম বিসর্জন।
অর্জন একান্তই আত্মবলিদান,
প্রতিটি অর্জন এনে দেয় স্বাধিকারবোধ।
করে তোলে আত্মমহিমায় মহিয়ান,
গতিপায় থেমে থাকা পথ
থেমে যায় অদম্য ক্রোধ।
মহাসিন্ধু নয় তৃষার্তের তৃপ্তির জল
একটা সূর্যের ভোর নিশিজাগা যাত্রীর মনোবল।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments