Homeসাহিত্যপ্রথম আলিঙ্গন - ডন শিকদার

প্রথম আলিঙ্গন – ডন শিকদার

প্রথম আলিঙ্গন
ডন শিকদার

যেদিন তুমি আমায়,
প্রথম পেছন থেকে জাপটে ধরলে,
খুব ভয় পেয়েছিলাম।
নিঃসঙ্গ তপ্ত দুপুরে,
হুরুম চৌধুরীর বাগানে আমি একা একা,
শুধু তোমারই পথপানে চেয়ে।
তোমার ঘামে ভেজা শরীরে বিড়ির গন্ধ।
কতবার বলেছি, বিড়ি খেও না,
খেলে সিগারেট খেও।
তুমি বেহায়ার মত হাসতে হাসতে বলতে,
তাহলে এরপর থেকে তুমি আসার সময়,
তোমার পছন্দমত সিগারেট আমার জন্য নিয়ে এসো,
বেকার ছেলের সঙ্গে প্রেম করছো মনে রেখো,
এই বলে তুমি আরো জোরে জোরে হাসতে।

আমাদের এই ছোট্ট শহরে,
ভালবাসাবাসির জায়গা বড্ড কম,
কিন্তু ভুল বোঝাবুঝির কারণ অনেক।
তবুও সেদিন,
পেছন ফিরে তোমাকে দেখেই,
আমিও শক্ত করে জাপটে ধরেছিলাম।
সত্যি বলছি, তোমাকে প্রথম আলিঙ্গনে
আমার হৃস্পন্দন এত বেড়ে গিয়েছিল,
তা তুমিও তোমার হৃদয়ে টের পেয়েছ নিশ্চয়ই।
তোমার ঘাম-বিড়ির গন্ধ, পৃথিবীর কানাঘুষা
সব উপেক্ষা করে শুধু তোমার স্পর্শই
আমার কাছে সত্যি ছিল।
তুমি আমার চিবুক তুলে,
চোখে চোখ রেখে শুধু বলেছিলে, ভালবাসি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments