Homeজেলাজুড়েবাংলাদেশের জনগণের কল্যানে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ ভারত – সঞ্জীব কুমার ভাটি

বাংলাদেশের জনগণের কল্যানে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ ভারত – সঞ্জীব কুমার ভাটি

নাটোর নিউজ: ভারতীয় সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার ভাটি বলেন, ভারত বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু হিসাবে জনস্বাস্থ্য ও জনগণের কল্যাণের উন্নতি সাধনে সামথ্যের সীমার মধ্যে বাংলাদেশকে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ। কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াইয়ে ভারত যেমন বাংলাদেশকে ভ্যাকসিনসহ বিভিন্ন উপায়ে সহযোগিতা করেছে, তেমনি ভারতে কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউ মোকাবিলায় অকৃত্তিম বন্ধু হিসেবে ভারতের সাহায্যে বাংলাদেশও যে সহযোগিতা করেছিল তার কথা কৃতজ্ঞভরে স্মরণ করে ভারত।

বুধবার বিকেলে নাটোর পৌরসভা মিলনায়তনে শুভেচ্ছা উপহার হিসেবে ভারত সরকারের পক্ষ থেকে নাটোর পৌরসভাকে একটি অত্যাধুনিক লাইফ সাপোটের্র্ড অ্যাম্বুলেন্স প্রদানকালে ভারতীয় সহকারী হাইকমিশনার এসব কথা বলেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভারত সরকারের পক্ষে রাজশাহী বিভাগীয় ভারতীয় সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার ভাটি অ্যাম্বুলেন্সের চাবি পৌরসভার মেয়র উমা চৌধুরী জলির কাছে হস্তান্তর করেন। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস , নাটোর-২ (সদর)সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, সংরক্ষিত নারী সংসদ সদস্য রতœা আহমেদ,সদর উপজেলা নির্বাহী অফিসার আফরোজা খাতুন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, আওয়ামীলীগ নেতা সৈয়দ মোর্ত্তুজা আলী বাবলু, প্রবীণ শিক্ষাবিদ প্রফেসর অলোক মৈত্র প্রমুখ।

বক্তারা বলেন, “বাংলাদেশ-ভারত সম্পর্ক সাধারণ বন্ধুত্বের মর্যাদায় অধিষ্ঠিত। ৭১ এর মুক্তিযুদ্ধে সার্বিক সহায়তা প্রদান থেকে শুরু করে বর্তমান সময়ে করোনা সংকটের মোকাবেলায় ভারত অকৃত্রিম বন্ধু হয়ে আমাদের পাশে রয়েছে।” সেজন্য ভারত সরকারের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে বলেন ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের সময় ঘোষিত ১০৯ টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স সরবরাহের সামগ্রিক কর্মসুচির অংশ। এতে করে নাটোর পৌরবাসীসহ এলাকার মানুষ তাদের মুমূর্ষু রোগীদের হাসপাতালে নেওয়ার পথে মানসম্মত জরুরী সেবা এবং ট্রমা লাইফ সাপোর্টের জন্য উপযোগী হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments