Homeজেলাজুড়েবড়াইগ্রামে টিসিবি’র পণ্য পাবে ১৬ হাজার ৯শ ৬৮ পরিবার

বড়াইগ্রামে টিসিবি’র পণ্য পাবে ১৬ হাজার ৯শ ৬৮ পরিবার

নাটোর নিউজ বড়াইগ্রাম: নাটোরের বড়াইগ্রাম উপজেলার দুইটি পৌরসভা ও ৭ ইউনিয়নে সরকারী ভর্তুকী মূল্যে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর পণ্য পাবেন ১৬৯৬৮টি পরিবার। রবিবার থেকে সারাদেশের এক কোটি পরিবারকে টিসিবি পণ্য সরবরাহ করা হবে। তারই অংশ হিসেবে বড়াইগ্রামেও ৬টি ডিলারের মাধ্যমে অত্যাবশকীয় খাদ্য পণ্য সয়াবিন তেল, মসুরের ডাল, চিনি, ছোলা অল্প মূল্যে সরবরাহ করা হবে। শনিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মারিয়াম খাতুন এক প্রেস কনফারেন্স এর মাধ্যমে এই তথ্য জানান।

তিনি আরও জানান, রবিবার সকাল ১০টায় উপজেলার বনপাড়া পৌরসভার হল রুমে এই পণ্যের বিক্রয় কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন করবেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস। ইতোমধ্যে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সুবিধাভোগীদের নামের তালিকা চূড়ান্ত করেছে।

জানা যায়, প্রত্যেক টিসিবি পণ্যের কার্ডধারী ৫৫ টাকা ও ৬৫ টাকা কেজি দরে দুই কেজি করে চিনি ও মসুরের ডাল, ১১০ টাকা লিটার দরে ২ লিটার করে সয়াবিন তেল এবং ৫০ টাকা কেজি দরে দুই কেজি করে ছোলা পাবেন। আগামী ২৭ মার্চ পর্যন্ত ও রোজার মধ্যে দুই দফায় এই পণ্য ক্রয় করতে পারবেন কার্ডধারীরা।

উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত এই প্রেস কনফারেন্স এ বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি অমর ডি কস্তা, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন লাইফ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাহিদ আলী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি অহিদুল হক সরকার, যুগ্ম সম্পাদক মোহাম্মদ গাজী, সাংবাদিক আব্দুল কাদের সজল, আবু মুসা সহ বিভিন্ন গণমাধ্যমের স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments