Homeজেলাজুড়েদিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নাটোরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নাটোরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

নাটোর নিউজ: দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নাটোরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হচ্ছে। আজ শনিবার প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়। পরে নাটোর শহরের মাদ্রাসা মোড়ে স্বাধীনতা চত্বরে অবস্থিত স্বাধীনতা স্মৃতিস্তম্ভে নাটোর ও নওগাঁ সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য রত্না আহমেদ, জেলা প্রশাসক শামীম আহমেদ, পুলিশ সুপার লিটন কুমার সাহা নেতৃত্বে জাতীয় পতাকা উত্তোলন ও পুষ্প স্তবক অর্পণ করা হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাদিম সারোয়ার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলিসহ অন্যান্যরা। এ সময় বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী, রাজনৈতিক,সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের পক্ষ থেকেও পুষ্প স্তবক অর্পণ করা হয়।

সকাল সাড়ে ৮ টায় শঙ্কর গোবিন্দ চৌধুরী ষ্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন জেলা প্রশাসক শামীম আহমেদ ও পুলিশ সুপার লিটন কুমার সাহা। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা ডিসপ্লে প্রদর্শন করে। এছাড়াও দিবসটি উপলক্ষে আওয়ামীলীগ শহরের কাঁদিভিটা দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠান ভিন্ন ভিন্ন কর্মসূচি পালন করে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments