Homeজেলাজুড়েগদাই নদীর সতীঘাটে উৎসব মুখর পরিবেশে গঙ্গাস্নান

গদাই নদীর সতীঘাটে উৎসব মুখর পরিবেশে গঙ্গাস্নান

নাটোর নিউজ: পাপ থেকে মুক্ত হয়ে পূণ্য লাভের আশায় নাটোরে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে গঙ্গাস্নান। সদর উপজেলার বাকসোর ঘাট এলাকায় গদাই নদীতে এই গঙ্গাস্নান অনুষ্ঠিত হচ্ছে। আজ বুধবার ভোর থেকে হাজারো পুন্যার্থী গদাই নদীর সতীঘাটে ভির জমায়। পূর্জা অর্চনাসহ নানা ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে দিন ব্যাপী চলে এই গঙ্গা স্নান উৎসব।

স্থানীয়রা জানান,নাটোর সদর উপজেলার বাকসোর এলাকায় গদাই নদীতে প্রতি বছর দোল পূর্নিমার ১২ দিন পর চৈত্র মাসের মধুকৃষ্ণা ত্রয়োদশীতে এ পূণ্যস্নান অনুষ্ঠিত হয়ে থাকে। নানা বয়সী নারী পুরষ এখানে স্নান করতে আসেন। এই গঙ্গাস্নান উপলক্ষে রাতে আয়োজন করা হয় কালী পূজার।

সকালে অনুষ্ঠিত হয় ভক্তিমুলক গান আর কীর্তন। দূরদূরান্ত থেকে সাধু সন্ন্যাসীরাও এসে ভীড় জমান এখানে। পূণ্যার্থীরা জানান, পাপ মুক্তির আশায় তারা এখানে স্নান করতে এসেছেন। নিজেদের পাপ থেকে মুক্ত হয়ে পূণ্য লাভের আশাসহ পূর্ব পুরুষের আত্মার শান্তি কামনায় স্নান ও পূজা শেষে পরম শান্তিতে আবার ফিরে যান তারা। এই উৎসবকে ঘিরে এলাকা জুড়ে রকমারী পসরা নিয়ে বসে মেলা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments