নাটোর নিউজ গুরুদাসপুরে: নাটোরের গুরুদাসপুরে জানাযা করতে এসে ধান বোঝাই ট্রলির নিচে চাপা পড়ে মৃত্যু হল হাছেন শেখ নামে এক বৃদ্ধের। সোমবার দুপুরে উপজেলার খুবজীপুর বিলশা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হাছেন শেখের বাড়ি খুবজীপুর চরপাড়া মহল্লায়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বিলশা এলাকায় এক আত্মীয়’র জানাযা করার জন্য অটোভ্যানে যাচ্ছিলো হাছেন শেখ। বিলশা মা জননী সেতুর কাছে বেপোরায়া গতিতে আসছিলো ধান বোঝাঁই একটি ইঞ্জিন চালিত ট্রলি। সেই ট্রলির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ বিষয় গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মতিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় নিয়মিত মামলা রজুর প্রস্তুতি চলছে।