ব্যর্থতার দূরীকরণ ,
কলমে – সঞ্চিতা কানথাল
কোলকাতা, পশ্চিমবঙ্গ
তারিখ – ২৭/৫/২০২২
ব্যর্থতা জীবনের প্রথম পদক্ষেপ,
তাইবলে মনেতে রেখোনা আক্ষেপ।
ব্যর্থতাই উন্নয়নের প্রথম সোপান,
উন্নতির শিখরে ভরে মনপ্রাণ।
প্রতিজ্ঞাবদ্ধ হও ব্যর্থতার আঘাতে,
শক্তিশালী হবে জীবনের প্রত্যাঘাতে।
জীবন নদীর ব্যর্থ আবর্জনা,
কোরো নাকো তাদের মার্জনা।
ব্যর্থতার বিরুদ্ধে লড়াই করো,
ধর্মে কর্মে খুশিতে ভরো।
সততা আর নিষ্ঠার মাঝে,
সঠিক পথের দামামা বাজে।
কর্মের সাথে করো সন্ধি,
ব্যর্থ মন হবে বন্দী।
কর্ম ব্যস্ততায় হও আগুয়ান,
আত্মবিশ্বাসে হও সবে বলীয়ান।
মনের আগুন জ্বালাও সবে,
জীবনে উন্নতি হবেই হবে।
হতাশার অন্ধকার দূর হটাও,
আশার আলোর ফুল ফোটাও।
কন্ঠে ধরো জয়ের গান,
ব্যর্থ মনের হোক অবসান।