নাটোর নিউজ: নাটোরে নুরসাদ প্রামানিক নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার সকালে সদর উপজেলার কালিকাপুর আমহাটি এলাকা থেকে উদ্ধার করা হয়। নুরসাদ ওই এলাকার রূপচাঁদ মিয়ার ছেলে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাছিম উদ্দিন জানান, আজ শনিবার সকালে কালিকাপুর আমহাঁটি এলাকায় রেল লাইনের পাশে ওই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। যেহেতু মরদেহ পাওয়া গেছে রেলের সীমানায় তাই জিআরপি পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।