নাটোর নিউজ: সরকার কর্তৃক জ্বালানি তেল, পরিবহন ভাড়াসহ সকল দ্রব্য মূল্য বৃদ্ধি এবং পুলিশ কর্তৃক ছাত্রনেতা হত্যার প্রতিবাদে দেশব্যাপি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষাভ মিছিল ও সমাবেশ করেছে নলডাঙ্গা উপজেলা বিএনপি।সোমবার দুপুরের দিকে নলডাঙ্গা হাই স্কুল মাঠে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির আহবায়ক আমিনুল হক, সদস্য সচিব রহিম নেওয়াজ, জেলা বিএনপির সদস্য শহিদুল ইসলাম বাচ্চু নলডাঙ্গা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সাখাওযাত হোসেন, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বুলবুল আহম্মেদ সভাপতিত্ব করেন।
আতিকুর রহমান তালুকদার এসময় বক্তারা বলেন, মাদার অফ মাফিয়া শেখ হাসিনার গনভবন দখল করে,আয়না ঘড় ভেংগে নাগপাশ থেকে দেশকে প্রকৃত স্বাধীনতা এনেই আমাদের সংগ্রামের পরিসমাপ্তি টানবো ইনশাল্লাহ।
দেবাশীষ কুমার সরকার