নলডাঙ্গা প্রতিনিধি : নাটোরের নলডাঙ্গায় ২টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৫ জন গুরুত্বর আহত হয়েছেন। শুক্রবার (১৪ মে) বিকালে উপজেলার বিপ্রবেলঘরিয়ার বামনগ্রামে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন, সোনাপাতিল গ্রামের মোঃ জেকের হোসেনের ছেলে,মোহাম্মদ নাহিদ (২৫) মোহাম্মদ মোকসেদের ছেলে মোঃ রিপন (২২) নসরতপুর গ্রামের মোহাম্মদ মুক্তার মোঃ শামীম (২০) শ্রী পরেশের ছেলে শ্রী কাজল (১৮) তোফাজ্জলের ছেলে মোহাম্মদ সজীব (১৯)।
স্থানীয়রা সূত্র জানা যায়,শাখারী পাড়া হইতে যাওয়ার পথে এবং বাসুদেবপুর হতে আসার পথে মোটরসাইকেল দুটি মুখোমুখি সংঘর্ষ হয়। এতে করে মোটরসাইকেল আরোহী ৫ জন ছেলে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে, প্রথমে নলডাঙ্গার বিসমিল্লাহ্ হাসপাতলে নিয়ে আসেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হলে, হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।