Homeসাহিত্যবিরহের বাঁশি বাজে অনুক্ষণ !!! কাজী বদর উদ্দিন এর কবিতা

বিরহের বাঁশি বাজে অনুক্ষণ !!! কাজী বদর উদ্দিন এর কবিতা

বিরহের বাঁশি বাজে অনুক্ষণ !!!
কাজী বদর উদ্দিন
এই সেই পায়েচলা মেঠোপথের স্মারক বাঁক
যেখানে আজও এ রূদ্র বোশেখে দাঁড়িয়ে
টকটকে লাল কৃষ্ণচূড়া-পুষ্পের অজস্র থোক
অবাধ্য অক্ষি-অতলে ভেসে ওঠে অবাক
সোনালী-পাড় লালশাড়ি,নন্দিত জীবন ছাড়িয়ে
কৃষ্ণ-কামনায় চলে গেলে মম মন মাড়িয়ে!
আমি আজ অনিবার্যতায় সেথায়ই দাঁড়িয়ে !!
কৃষ্ণচূড়া-রাধাচূড়া-যুগল স্মৃতিময় সানুদেশে
বসে আছে তরুণ-তরুণী আমার ভ্রম-দর্শনে
নাড়িয়ে হস্তদ্বয় মিষ্টি মধুর হেসে হেসে
রিনিঝিনি কন্ঠের যাদুতে মোহন বেশে
কথামৃত-ফুলঝুরি এখনও যেন বাজে শ্রবণে
বৃক্ষ-পাখি-তৃণ-লতা সবাই বিস্ময়ে শোনে
সেই কথামালা হাস্য-নিক্কন ঝড় তোলে মনে।
আগের মতো আকাশ নির্মলা-নীল অপরূপ
তার বিশালতায় গ্রহ-নক্ষত্রের মোহময়ী হাসি
তুলতুলে-জ্যোস্নার মখমল রূপোল স্নিগ্ধ রূপ
গুবাকসারির মাথার ওপর চন্দ্রিমা-মনি চুপ!
পক্ষী নীড়ে পক্ষীনীর ঠোঁটে ঠোঁট ক্লান্তিনাশী
সোহাগে ডেকে ওঠে প্রায়শঃ, কী– সুখরাশি!
সবই আগের মতো,শুধু হৃদে বাজে বিষ-বাঁশি !!
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments