Homeমুক্তমতঅসাম্প্রদায়িক আলো হাওয়ায় নিশ্বাস নিক পৃথিবীর প্রতিটি প্রাণ - কাজী মোহিনী ইসলাম

অসাম্প্রদায়িক আলো হাওয়ায় নিশ্বাস নিক পৃথিবীর প্রতিটি প্রাণ – কাজী মোহিনী ইসলাম

অসাম্প্রদায়িক আলো হাওয়ায় নিশ্বাস নিক পৃথিবীর প্রতিটি প্রাণ
কাজী মোহিনী ইসলাম
মানব জাতি সভ্যাতাকে যতটা নির্মাণ করে সামনে এগিয়ে নেয়; লোভ হিংসা আর ক্ষমতার অহংকারে অন্ধ বিবেক, তারচেয়ে বহুগুণ ধ্বংস করে এবং পিছিয়ে দেয়। এই মুহূর্তে বিশ্বের যেসব ব্যক্তি ও সংস্থা যথাযথ ভূমিকা নিলে ফিলিস্তিনের জনগণের উপর পরিচালিত ইসরাইলের নৃশংস হত্যাযজ্ঞ বন্ধ হতে পারে, তারা আজ সুকৌশলে যদি নিরবতা অবলম্বন করে, নিজেদের দৃষ্টিকে সরিয়ে রাখেন, এই জঘন্যতম অন্যায়ের জন্য স্বার্থবাজ মনুষ্যত্বহীন অবিবেকী মানুষ হিসেবে ইতিহাস তাদের চির ঘৃণার সাথে স্বরণ রাখবে। নিশ্চয়ই সৃষ্টিকর্তার আদালতে
জবাবদিহী করতে হবে একদিন।
হে বিশ্ব বিবেক! জেগে ওঠো এবার। রুখে দাও অশুভ অন্যায় অত্যাচার জুলুম নির্যাতনের নির্মম নিপিড়ন।
বন্ধ হোক ধর্ম-বিধর্মের নামে রক্ত রক্ত খেলা। জাতি ভেদাভেদহীন মানবতার সেবায় শান্তিময় সুস্থ ও সুন্দর হোক মাটির পৃথিবী। অসাম্প্রদায়িক আলো হাওয়ায় বুকভরে নিশ্বাস নিক প্রতিটি প্রাণ, প্রতিটি নতুন জীবন।
ঈদ মোবারক।
কাজী মোহিনী ইসলাম
১৪/০৫/২১
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments