Homeউত্তরবঙ্গনওগাঁ শহরের ঐতিহ্যবাহী ইডেন রেষ্টুরেন্টের নৈশপ্রহরী খুন

নওগাঁ শহরের ঐতিহ্যবাহী ইডেন রেষ্টুরেন্টের নৈশপ্রহরী খুন

নওগাঁঃ নওগাঁ শহরের মুক্তিরমোড় এলাকার ইডেন চাইনিজ রেষ্টুরেন্টের নৈশপ্রহরী আতাউর রহমান (৪৫) খুন হয়েছে।

শনিবার ( ২৯ মে) সকালে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত আতাউর গ্রামের বাড়ি জয়পুরহাট জেলার চকহেতু গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন যাবৎ নওগাঁ শহরের কোমাইগাড়ী এলাকায় বসবাস করে আসছিলন। ১৫ বছর ধরে এই রেষ্টুরেন্টে কাজ করে আসছিল তিনি।

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জুয়েল জানান, নিহত আতাউর এবং ওই রেষ্টুরেন্টের সহকারী রাধুনি বাদল রাতে একসঙ্গে ছিল। সকালে প্রধান রাধুনি রেষ্টুরেন্টে আসলে আতাউরের মরদেহ দেখতে পেয়ে পুলিশ কে খবর দেয়। পরে পুলিশ রেষ্টুরেন্টের তৃতীয় তলা থেকে মৃতদেহ উদ্ধার করে। এ সময় ধারালো ছুরি দিয়ে শরীরজুড়ে খোঁচানোর চিহ্ন পাওয়া যায়। হত্যার পর মৃতদেহটি কাঁথা- বালিস দিয়ে ঢেকে রাখা হয়েছে। ঘটনার পর থেকেই ওই রেষ্টুরেন্টের রাধুনী বাদল পলাতক রয়েছে।

পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া জানান, শহরের প্রানকেন্দ্রে এমন ঘটনা গুরুত্বের সাথে দেখছে পুলিশ। পাশাপাশি যৌথ তদন্ত শুরু করেছে পুলিশ, সিআইডি ও পিবিআই। যদিও ঘটনায় এখনও কোন মামলা হয়নি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments