Homeজেলাজুড়েনাটোরের লালপুরে প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে কচ্ছপ বিক্রি!

নাটোরের লালপুরে প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে কচ্ছপ বিক্রি!

নাটোরের লালপুরে প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে কচ্ছপ বিক্রি

নাটোর নিউজ : নাটোরের লালপুরে প্রশাসনের নাকের ডগায় বিক্রি হচ্ছে পদ্মার বিলুপ্ত প্রজাতির কচ্ছপ। এমনই ছবি ও ভিডিও প্রকাশ হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।

লালপুর উপজেলার হল মোড় এলাকায় কচ্ছপটি বিক্রি হতে দেখে তার ছবি ও ভিডিও ধারন করে ফেসবুকে দেন এহেসান করিম নামে এক ব্যক্তি। তিনি তার ফেসবুক পোস্টে লেখেন-“, হুমকির মুখে পদ্মার জলজ প্রাণী কচ্ছপ । নাটোরের লালপুরে উন্মুক্ত বাজারে বিক্রি হচ্ছে এই প্রাণী।  ১ জুন মঙ্গলবার দুপুরে  উপজেলার হলমোড় থেকে ধারন করা হয়।”

তবে শেষ পর্যন্ত কতটি বিক্রি অথবা খাবার উদ্দেশ্যে হত্যা করা হয়েছে কিনা তা জানা যায়নি।

বন্যপ্রাণী সংরক্ষণ নিয়ে যারা কাজ করছেন ও সুধী সমাজের প্রতিনিধিরা জানান, এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়া প্রয়োজন। পাশাপাশি ওই এলাকায় যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি কেউ করতে না পারে তার জন্য কঠোর ব্যবস্থা প্রশাসনের পক্ষ থেকে দ্রুতগতিতে নেওয়ার আহ্বান জানান তারা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments