Homeজেলাজুড়ের‌্যাব-৫ কর্তৃক মাদক বিরোধী অভিযান,ডোপ টেস্ট শেষে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের

র‌্যাব-৫ কর্তৃক মাদক বিরোধী অভিযান,ডোপ টেস্ট শেষে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের

নাটোর নিউজ: র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্রধারী অপরাধী, পর্নোগ্রাফি, ভেজাল পণ্য, ছিনতাইকারীসহ মাদকসেবীর বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় সিপিসি-২, নাটোর ক্যাম্প, র‌্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল অদ্য ১৮ আগষ্ট ২০২১ ইং তারিখ ২২.০০ ঘটিকা হতে ২২.৪০ ঘটিকা পর্যন্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, নাটোর জেলার সদর থানাধীন পন্ডিতপাড়া গ্রামস্থ, এলাকায় কোম্পানী উপ-অধিনায়ক অতিঃ পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন, এর নেতৃত্বে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে (ক) গাঁজা- ০১ গ্রাম, (খ) কলকি- ০২ টি, (গ) কাঠের টুকরা- ০১ টি, (ঘ) গ্যাস লাইট- ০১ টি, (ঙ) মোবাইল ফোন- ০৩ টি (গ) সিম কার্ড- ০৩ টি (ঘ) মোমেরীকার্ড- ০১ টিসহ আসামী ১। মোঃ আব্দুল কাদের (৩৮), পিতা- শাহজাহান, সাং- ইসলাবাড়ী, ২। মোঃ খোকন (৩৫), পিতা- মৃত কালুগাজি, সাং- উত্তর চৌকিরপাড়, ৩। মোঃ রিপন (৩৪), পিতা- মৃত আলী হোসেন, সাং- উত্তর চৌকিরপাড়, ৪। মোঃ সুমন আলী (২৭) পিতা- মৃত রজব আলী প্রাং, ৫। মোঃ আশরাফুল ইসলাম (২১), পিতা- মোঃ লেবু তালুকদার, ৬। মোঃ রনক (২১), পিতা- মৃত রফিকুল ইসলাম, ৭। মোঃ সুরুজ সিকদার (২৮), পিতা- মোঃ আবুল সিকদার, ৮। মোঃ রাজ শেখ (১৮), পিতা-মোঃ মিলন শেখ, সর্ব সাং-পন্ডিতগ্রাম, ৯। মোঃ বাবু বশাক(৩৫), পিতা- মৃত শচীন বশাক, সাং- উত্তর চৌকিরপার, সর্ব থানা- নাটোর সদর ১০। মোঃ জহিরুল ইসলাম (১৭), পিতা-মোঃ মনিরুল ইসলাম, সাং-হালতী, থানা-নলডাঙ্গা,সর্ব জেলা-নাটোরদেরকে আটক করে।

অভিযানে মাদক সেবনরত অবস্থায় মাদকসেবীদের আটক করতঃ নাটোর আধুনিক সদর হাসপাতালে নেয়া হয় । সেখানে ডোপ টেস্টে ১০ জনের ক্ষেত্রে পজেটিভ হওয়ার তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত মাদক সেবীগণ বিভিন্ন এলাকা হতে এসে উল্লেখিত স্থানে একত্রিত হয়ে তারা মাদক সেবন করেছে এবং নেশাগ্রস্থ অবস্থায় এলাকায় জনসাধারণের শান্তি বিনষ্ট ও জনবিরক্তিকর আচরণ করে অপরাধ করেছে বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করেছে ।

উপরোক্ত ঘটনায় নাটোর জেলার সদর থানায় মামলা রুজু করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments