Homeসাহিত্যকবি দেবব্রত সুবীর এর গুচ্ছ কবিতা

কবি দেবব্রত সুবীর এর গুচ্ছ কবিতা

কবি দেবব্রত সুবীর এর গুচ্ছ কবিতা

আতিফি

দেশের কবিকে হত্যা করলে
সে কবি পৃথিবীর হয়ে উঠে
মানুষের কবি
ধরণীকে রক্তদানের বিনিময়ে
অমরত্ব কিনে নেয়

তোমাদের অধ্যায়
একদিন সবাই ভুলে যাবে
শতাব্দী’র পর শতাব্দী
প্রজন্মান্তরে বলে যাবে
আতিফি মুরুর গোলাপ ছিলো

জীবনের বিপরীতে মৃত্যু
ভালোবাসার নেশাই কথা
বলে গেছ।
বুলেট ব্যর্থ
তপ্ত বালুতে মিশে গেছে রক্ত

নিশ্বাসে মিশে গেল পৃথিবীর
জীবন এখানে জয়ী।
এর থেকে গোলাপ
আর বেশি কিছু পারে না।

নির্জন

প্রমিকার প্রেম যাপন
প্রেম ভুল ছিল না কখনোই
সময়ের অবিশ্বাস
উত্তেজনার ভীষন সময়ে
নিজের প্রতি অবহেলায়

ভুল ছিলো না কোন কিছু
সমীকরণ মিলেনা কখনোই।
প্রেমিকার হৃদয়ে প্রমিকেরা
বেঁচে থাকে।
প্রেত আত্নার মতো
বার বার ফিরে যায়।

যাই হোক বলে পৃষ্ঠা উল্টে দেখো
নতুন কিছু দেখার চেষ্টায়।
কি যে এক জ্বালায় মরে ক্ষণ।

দেখিয়ে দাও তুমি
এই দেখো সত্য
আসলে আবার স্মৃতির পাতা
উল্টে যায়
প্রেতাত্মা’র ভীড়ে হারিয়ে যাই
অতঃপর সময় চলে যায়।

ফিরে আসো মন বলে
অজান্তেই বলে ফেলি।
বহুদুরের পথে এখন

খুঁজে দেখো যাপনের মাঝে
যা হারায় মানুষ
তার কিছু কি খুঁজে পায়।
শান্তনার প্রলেপ দিয়ে মনে
বলে উঠে মন।

থাকোনা একটু গোপন
হৃদয়ের কোনে।
জীবনের সময়ে কোন ভুল নেই।
যেন নির্ভয়ের পথে
প্রেম হেঁটে যায়
অনন্ত নির্জনতার স্বর্গে।

ফিরে এসো

এসো একটু উৎসব করি
একটু মেতে থাকি সব ভুলে
জীবনের গান গাই
প্রেমের তরী ভাসাই অজানা সমুদ্রে
ঢেউয়ে ভেসে যাক সব কিছু
বার বার আছড়ে পরুক
প্রচন্ড আকুতি নিয়ে
এই শেষ বলে আবার শুরুর প্রস্ততি হিসেবে
চলো ভেসে যাই
ইচ্ছে করলেও ডানা ভাংঙ্গা চিল
ডানা ঝাপটায়
মেলেনা ডানা অজানা আকাশে।
হায় তুমি কি অসহায় বিশ্বাসী
মানুষের প্রেমে অবিশ্বাস রেখে
ছুটে যাও তুমি
অন্তরিক্ষের অজানা প্রেমের ফাঁদে
যেখানে সব আছে স্থায়ী জেনে
এই আহ্বান কে অস্বীকার করলে তুমি
ফিরে এসো এই
প্রসারিত বুকের প্রান্তরে
খুশিতে মুখ লুকাও
নিবিড় আলিঙ্গনে
আনন্দের নোনা জলে ঠোঁট ভিজে যাক।
এসো এই অরণ্য
নিভৃতে হেঁটে যাই বহু দূর।

ওয়েটিংরুম

ভালোবাসার স্টেশন হয়ে
ওয়েটিংরুম এর সব দরজা খুলে বসে থাকি
অতিথি যদি কেউ আসে
অমর্যাদা না হয় যেন

সকল ব্যাবস্থা রেখেছি
প্রয়োজন মাফিক
মেইল ট্রেনের শব্দের ভেতরে
প্রেমিকার চোখ
দেখে চলে যায়,
দেখেনা কিছুই।
লোকাল ট্রেনের নিরুপায় প্রেমিকারা
আথিতেয়তা গ্রহন করলেও
ভালোবাসার স্টেশন
নিরাশ করে নি

স্মৃতির গ্রন্থে
লেখা হয়েছে নতুন অধ্যায়।
হারাবার কিছু থাকলে
ভালোবাসার স্টেশন
চব্বিশ ঘন্টা ওয়েটিং রুম খোলা রাখতো না।

ভালোবাসার নদী বয়ে যাবে
দ্বীপ বানিয়ে ভালোবাসার
কোলাহলের উৎসব করে
সবুজে নতুন করে পায় প্রাণ।

ওয়েটিংরুম প্রতিক্ষায় থাকে
তারুণ্য মাখা চিরসবুজ
কেউ একজন আটকে থাকুক
বুকের কোনে
নিবীড় ভাবে।

ডুব

এই অন্ধকারের ভীষণ একাকিত্ব
ছোবলে ছোবলে বিদ্বস্থ হৃদয়
যে ঘুমে আচ্ছন্ন পৃথিবী
সেখানে নৈশব্দ গ্রাস করে
জেগে থাকা হৃদয়ের তীর।

তুমিই তো বলেছিলে
রাত অনেক কিছুকে
দেখার থেকে মুক্তি দেয়।
ভীষণ করে নিজের করে রাখে।
নিঃসঙ্গ শরীর মনের ভেতরে
কি সব জাল বুনে বেড়ায়।
ঠক ঠক করে ক্ষমতার বুট
হেঁটে যায় গোপন প্রাসাদে।

এক একটা করে নতুন শব্দ
ইতিহাস গড়ছে।
প্রচলিত শব্দ গুলো
তাদের লজ্জা হারিয়ে
নির্লজ্জের মতো হাসছে।

অর্থহীন এক জীবন,
বৃত্তের ভেতরে ঘুরপাক খেতে থাকলো।
নিদারুন মিথ্যাকে
অবলীলায় অলিঙ্গন করলে
কে হেরে যায়।

নিশ্চিত গন্তব্য জেনেও
পথের মাঝে আগুন জ্বালছি।
আলোও তো কারো অনুকম্পা
এসো
এই সব কিছুকে অস্বীকার করে
চলো একান্ত একাকিত্বের
অন্ধকার নীড়ে
একান্ত নিরবে,
ডুবি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments