Homeজেলাজুড়েগুরুদাসপুরমুক্ত আকাশে ডানা মেললো ২০টি বক পাখি           ...

মুক্ত আকাশে ডানা মেললো ২০টি বক পাখি             

নাটোর নিউজ গুরুদাসপুর : নাটোরের গুরুদাসপুরে শিকারীর ফাঁদ থেকে উদ্ধার হওয়া ২০টি বক পাখি মুক্ত আকাশে অবমুক্ত করেছে গুরুদাসপুর জীববৈচিত্র্য রক্ষা কমিটির পরিবেশকর্মীরা।

রোববার কাক ডাকা ভোরে উপজেলার খুবজীপুর, কালাকান্দর ও যোগেন্দ্রনগর মাঠে গুরুদাসপুর জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক নাজমুল হাসানের নেতৃত্বে পরিবেশকর্মী সাদেক হোসেন ও মনির হোসেন ওই অভিযান পরিচালনা করেন। এসময় পাখি শিকার করা ৪টি ফাঁদ(কিল্লা ঘর) ধ্বংস করা হয় ও ৪টি শিকারী বক উদ্ধার করে মুক্ত আকাশে অবমুক্ত করা হয়।

গুরুদাসপুর জীববৈচিত্র রক্ষা কমিটির সাধারণ সম্পাদক নাজমুল হাসান জানান, জীববৈচিত্র্য ও পাখি শিকার বন্ধে আমাদের অভিযান নিয়মিত পরিচালনা করা হয়। এখন পর্যন্ত প্রায় দেড় হাজার পাখি আমরা পরিবেশকর্মীরা উদ্ধার করে মুক্ত আকাশে অবমুক্ত করেছি। জীববৈচিত্র্য ও পাখি শিকার বন্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments