Homeজেলাজুড়েনাটোরে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে তথ্য অফিসের আলোচনা

নাটোরে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে তথ্য অফিসের আলোচনা

নাটোর নিউজ: বিজয় দিবস এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে জেলা তথ্য অফিসের আয়োজনে নাটোরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা বারোটায় নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারী কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-২ আসনের (নাটোর সদর ও নলডাঙ্গা) সংসদ সদস্য মোঃ শফিকুল ইসলাম শিমুল। জেলা প্রশাসক শামীম আহমেদ সভা প্রধানের দায়িত্ব পালন করেন। জেলা তথ্য অফিসার মোহাম্মদ আলী স্বাগত বক্তব্য দেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মোহসীন, নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন এবং ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম।

সভায় বক্তারা বলেন, মুজিব জন্মশত বার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর মাহেন্দ্রক্ষণে পৌঁছে আমরা গৌরবের কালের সাক্ষী হয়ে থাকলাম। এই ঐহিত্যের সাথে উন্নয়নের সমন্বয় ঘটিয়ে দেশ এগিয়ে যাচ্ছে। মানবিকতার উন্নয়ন ঘটাতে পারলে চলমান উন্নয়ন হবে টেকসই।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে অর্থময় করার জন্যে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং দেশের উন্নয়ন পরিকল্পনার সাথে স্থানীয় উন্নয়ন পরিকল্পনার সমন্বয় সাধন করতে হবে বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments