Homeগুরুত্বপূর্ণনাটোরে বাল্য বিয়ে প্রতিরোধ বিষয়ক পর্যালোচনা সভা

নাটোরে বাল্য বিয়ে প্রতিরোধ বিষয়ক পর্যালোচনা সভা

নাটোরে বাল্য বিয়ে প্রতিরোধ বিষয়ক পর্যালোচনা সভা

বড়াইগ্রাম, নাটোর নিউজ:নাটোরে ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম (ডিপিএফ) এর উদ্যোগে বাল্য বিয়ে প্রতিরোধ বিষয়ক এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ডিপিএফ এর সভাপতি অধ্যক্ষ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক শামীম আহমেদ, বিশেষ অতিথি হিসেবে সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নিলা হাফিয়া আলোচনা করেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অংশীদারিত্বে এবং ইউরোপীয়ান ইউনিয়নের অর্থায়নে ব্রিটিশ কাউন্সিল কর্তৃক বাস্তবায়িত প্লাটফর্মস ফর ডায়ালগ (পিফরডি) প্রকল্পের আওতায় ডিপিএফ কর্তৃক এই আয়োজনে বাল্য বিয়ে বৃদ্ধির কারণ, প্রতিরোধের উপায় বা করণীয় সম্পর্কে পর্যালোচনা করা হয়। ডিপিএফ এর সদস্য মোস্তাফিজুর রহমান টুটুলের সঞ্চালনায় পর্যালোচনা সভায় আলোচনায় আরও অংশ নেন, ডিপিএফ এর সহ-সভাপতি পারভীন আক্তার ও সাধারণ সম্পাদক শিবলী সাদিক, এনজিও নিডা’র নির্বাহী পরিচালক জাহানারা বিউটি, সাংবাদিক ইসাহাক আলী, জেলা কাজী কল্যাণ সমিতির উপদেষ্টা কাজী ইউসুফ আব্দুল্লাহ, বড়গাছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ পারভীন, বাল্য বিয়ে প্রতিরোধকারী নারী উলফাত জাহান রিয়া, এ্যাড. খগেন্দ্রনাথ রায় প্রমূখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাল্য বিয়ের হার নাটোর জেলায় আশংকাজনক যা জেলা প্রশাসন অবগত। এক্ষেত্রে বাল্য বিয়ে প্রতিরোধ সহ এ হার কমাতে প্রশাসন সক্রিয় রয়েছে। তিনি বাল্য বিয়ে প্রতিরোধে ডিপিএফ এর চলমান ভূমিকার প্রশংসা করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments