Homeসাহিত্যএকটি সরল অংক : বারুণি বিশ্বাস এর কবিতা

একটি সরল অংক : বারুণি বিশ্বাস এর কবিতা

একটি সরল অংক : বারুণি বিশ্বাস
——————————————————-
তোমার চোখের দুর্বোধ্য ভাষা আমার ব্যাকরণ মানেনি
হাহুতাস ক্রমশ বেড়েই চলেছে ——-আমি নির্বিকার !
টীকা টিপ্পনীর অথৈ সমুদ্রে দোল খাচ্ছে ভাবাবেগ
লাস্ট ক্লাসে পড়িয়েছি স্নায়ুতন্ত্রের কার্যাবলি
সদর্থে বিষয়টি সম্পর্কে আমার নিজস্ব কোন ধারণাই নেই !

সিলেবাস বহির্ভূত কোনো সম্পর্কের জন্য ঠিক কোন স্নায়ুটি দায়ী
আজও তার রহস্য উদ্ঘাটন করতে পারিনি
জয়িতার উচ্চারিত শব্দ সুর ও নৈঃশব্দ কিংবা দীর্ঘশ্বাস
কোনটির কোন রঙ আজও শেখা হলো না ।

কেন যে অমন দুর্বোধ্য পথে পা বাড়াই ——-
সলজ্জ হাসির ভেতরে নিজের বোকামিটা বারবার ধরা পড়ে।

কে না জানে রূপার চেয়ে হীরাই বেশি মূল্যবান
তবু কেন হীরার চেয়ে রূপাতেই আমার এতো টান ।

বোকামোর খেসারত দিতে দিতে এভাবেই একটি জীবন ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments