নাটোরে ১৯৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ী আটক
নাটোর নিউজ:
নাটোর সদর উপজেলার একডালা এলাকার প্রাণ কোম্পানির সামনে থেকে ১৯৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ সুজন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫।গতকাল রবিবার রাত দশটার সময় তাকে আটক করা হয়।
র্যাব-৫,নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিঃ পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রবিবার রাত দশটার সময় নাটোর জেলার সদর উপজেলার একডালা এলাকার প্রাণ কোম্পানীর সামনে অভিযান চালানো হয়।এ সময় সুজন(৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে ১৯৩ পিস ইয়াবাসহ আটক করা হয়। আটক সুজন নাটোর সদর উপজেলার একডালা এলাকার বস্তি পাড়া গ্রামের মৃত কাজিম প্রামানিকের ছেলে।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জব্দকৃত ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে নিজের হেফাজতে রাখার কথা স্বীকার করে সুজন । এ ঘটনায় নাটোর জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণীর ১০(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে।