Homeজেলাজুড়েনাটোরে একই নামে একাধিক টিসিবি কার্ড, পণ্য পায়নি কার্ডধারীরা

নাটোরে একই নামে একাধিক টিসিবি কার্ড, পণ্য পায়নি কার্ডধারীরা

নাটোর নিউজ: নাটোরের সিংড়ায় একই নামে দেওয়া হয়েছে একাধিক কার্ড। তাই কার্ড পাওয়ার পরেও পণ্য কিনতে পারেননি অনেকে। দীর্ঘ সময় অপেক্ষা করে খালি হাতে বাড়ি ফিরেছে তারা। উপজেলার শেরকোল ও কলম ইউনিয়নে এমন অভিযোগ পাওয়া গেছে। তবে কর্তৃপক্ষের দাবি প্রথমদিন তাই একটু এলোমেলো হয়েছে।দ্রুত বিষয়টি সমাধানের আশ্বাস তাদের।

সংশ্লিষ্টরা জানান, সিংড়া উপজেলার শেরকোল ও কলম ইউনিয়নে সকাল ৯ টার পর থেকে টিসিবির পণ্য বিক্রির কথা থাকলেও শুরু হয়েছে বেলা ১১ টায়। এ সময়ে একই নামে একাধিক কার্ড হওয়ায় বিতরণ অনুষ্ঠানে বিশৃংখলার সৃষ্টি হয়। এর মধ্যে কলম ইউনিয়নে ১০ জন ও সেরকোলে ৫ জন উপকারভোগীর কার্ড ডবল হওয়ায় পণ্য না পেয়ে বাড়ি ফিরতে হয়েছে।

শেরকোল ইউনিয়ন পরিষদের সচিব মৃদুল কুমার ও কলম ইউনিয়নের সচিব সিরাজুল ইসলাম উভয় জানান, একই নামে একাধিক ব্যক্তি কার্ড থাকায় সামান্য বিশৃংখলার সৃষ্টি হয়েছে। আসলে এতে তদারকির সমস্যা আমাদের ইউনিয়ন পরিষদের কোন সমস্যা নয়। অবশ্যই তাদেরকে টিসিবির পণ্য দেওয়া হবে। সোমবার দিন তারা এ পণ্য উত্তোলন করতে পারবেন।

সিংড়া উপজেলা নির্বাহী অফিসার সামিরুল ইসলাম বিষয়টি স্বীকার করে জানান, আমাদের চোখেও এই ভুলগুলো ধরা পড়েছে। দ্রুত বিষয়টি সমাধানের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান তিনি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments