Homeজেলাজুড়েনাটোরে পানির অধিকার প্রতিষ্ঠায় আলোচনা সভা

নাটোরে পানির অধিকার প্রতিষ্ঠায় আলোচনা সভা

নাটোর নিউজ: নাটোরে পানির অধিকার প্রতিষ্ঠায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে শহরের কাপুড়িয়াপট্টি এলাকায় ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরীতে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

শিক্ষাবিদ অধ্যক্ষ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য রত্না আহমেদ, পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী খালিদ বিন ওয়ালিদ, বিশ্ব সাহিত্য কেন্দ্রের সমন্বয়কারী অধ্যাপক অলোক মৈত্র, সচেতন নাগরিক কমিটির সভাপতি রনেন রায়সহ অন্যান্যরা। এএলআরডি’র সহযোগিতায় স্থানীয় উন্নয়ন সংগঠন ‘কসমস’ এর আয়োজনে সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন ‘কসমস’ এর নির্বাহী পরিচালক মেহেনাজ পারভীন মালা।

সভায় মেহেনাজ পারভীন মালা বলেন, সারা বিশ্বে দুই বিলিয়ন মানুষ নিরাপদ পানির সংকটে রয়েছে। বাংলাদেশে বিশুদ্ধ পানি নিশ্চিত করার ক্ষেত্রে এগিয়ে গেলেও ভূগর্ভস্থ পানির উৎসকে সংরক্ষণ করতে হবে এবং সবাইকে ভূ-উপরিভাগের পানি ব্যবহার করতে হবে । জীবনের উৎস পানিকে গৃহস্থালী বর্জ্যে পানির দুষণ না করে পানিকে পবিত্র রাখতে হবে। পানি ব্যবস্থাপনাকে কার্যকর করার মধ্য দিয়ে টেকসই উন্নয়নের অভীস্ট লক্ষ অর্জনে এগিয়ে যাবে বাংলাদেশ বলে আশা প্রকাশ করেন বক্তারা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments