নাটোর নিউজ নলডাঙ্গা: মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়ে অবশেষে ১৩ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কাছে হেরে গেলেন মোকছেদ কেরানি। মোকছেদ কেরানি (৭৫) নলডাঙ্গা উপজেলার ৪ নং পিপরুল ইউনিয়নের মদনহাট পাবনা পাড়া এলাকার মৃত ঝড়ুর ছেলে।
এলাকাবাসী জানায়, গত ৯ মে বিকাল পাঁচটার দিকে তেলকুপি ঘাট পূর্ব পাশে মোটরসাইকেলের সাথে পথযাত্রী মোকসেদ কেরানি ধাক্কা লেগে পাকা রাস্তার উপর পড়ে গিয়ে গুরুতর আহত হয়। বাজারের লোকজন মোকছেদকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান।
সেখানে মোকছেদের অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতলে চিকিৎসারত অবস্থায় মোকছেদ গতকাল ২২ মে সন্ধ্যা পৌনে সাতটার দিকে মৃত্যুবরণ করেন।